ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

২৪ ঘণ্টায় আবারও ছয় প্রাণহানি, সতর্কতা জোরদার দাবি

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু এবং ৭৮৮ জন নতুন রোগীর ভর্তি জনস্বাস্থ্যে আবারও উদ্বেগ তৈরি করেছে। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে।

বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, গত একদিনে বরিশালে ৮৭, চট্টগ্রামে ১০৮, ঢাকার সিটি কর্পোরেশন এলাকা ছাড়া অন্যান্য অংশে ১৩০, ঢাকা উত্তর সিটিতে ১৬৬, দক্ষিণ সিটিতে ৮৬, খুলনায় ৬৬, ময়মনসিংহে ৫৪, রাজশাহীতে ৮৮ এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৯৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর মোট ৮৪,৫৭০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭,৭১২ জন। মৃত্যুর সংখ্যা ৩৪৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর মনে করিয়ে দিয়েছে, গত বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে মৃতের সংখ্যা ছিল এক হাজার ৭০৫, এবং আক্রান্ত তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শেষভাগে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমার কথা থাকলেও এ বছরের রোগীর গ্রাফ এখনও উচ্চমাত্রায় অবস্থান করছে। তারা জনস্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্কতা, পরিবেশ পরিষ্কার রাখা ও দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।