ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

গুম ও নিপীড়নের প্রতিবাদে বিএম কলেজে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গুম ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বিএম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নিপীড়নের শিকার হওয়া ছাত্রদল নেতাদের মুক্তি এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, শুধুমাত্র ছাত্রদল নয়, গুমের শিকার সব নাগরিককেও অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

মানববন্ধনে গুম হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর এবং রায়হান উপস্থিত ছিলেন।

ফিরোজা বেগম বলেন, “আমার দুই ছেলে ফিরোজ ও মিরাজকে নির্মমভাবে গুম করা হয়েছে। আমি তাদের ফিরে পাওয়ার আকুতি জানাই। আমার ছেলেদের মতো আর কারও পরিবার যেন এ কষ্ট না পায়।”

ছাত্রদলের মহানগর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যার ঘটনা দেশের নাগরিকদের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা সকল গুমের শিকারদের মুক্তি চাই। এ ঘটনার বিচার না হলে ছাত্রদল রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।”

মানবাধিকার দিবসের এই কর্মসূচি বরিশালের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয়। ছাত্রদল জানায়, এ ধরনের কর্মসূচি সারা দেশে চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।