ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? ফিরে পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২৫, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রযুক্তি ডেস্ক: দৈনন্দিন জীবনে কাজের চাপে অনেক কিছুই আমরা ভুলে যাই। এছাড়া প্রযুক্তির দুনিয়ায় একেক মাধ্যমে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড দেন অনেকে। আর এতেই ঘটে বিপত্তি—ভুলে যান কোথায় কোন পাসওয়ার্ড দিয়েছিলেন। তবে সব যৌক্তিক সমস্যারই সহজ সমাধান রয়েছে।

বর্তমান সময়ের টেক জায়ান্ট গুগল। অনেকেই মনে করেন গুগল পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্টটিকে আর কোনওভাবেই ব্যবহার করা যায় না। আর গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করা গেলে বিভিন্ন সমস্যাও দেখা দেয়। জিমেইল, গুগল পে ও অন্যান্য অ্যাকাউন্ট খোলা যায় না। তবে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ ভুলে যান তবু চিন্তার কিছু নেই।

কারণ গুগলের সাহায্যেই আপনি আবার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এই উপায় অনেকেরই জানা নেই। চলুন জেনে নেওয়া যাক আপনি কীভাবে গুগল অ্যাকাউন্টটের পাসওয়ার্ড ফিরে পাবেন।

প্রথমে আপনাকে https://accounts.google.com/ এ যেতে হবে।
তারপর আপনাকে আপনার জিমেল বা মোবাইল নম্বর লিখতে হবে।
এর পর Forgot Password-এ ক্লিক করুন।
যদি আপনার Android ডিভাইসে একটি Google অ্যাকাউন্ট ইতোমধ্যেই সেট করা থাকে, তাহলে একটি প্রম্পট পাঠানো হবে।
এতে আপনি Yes, It’s me-তে ক্লিক করবেন।
তারপর আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট সেট না থাকে তাহলে যা করবেন

প্রথমে https://accounts.google.com/ এ যান ।
তারপর জিমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বর লিখুন।
তারপর নিচের অন্য উপায়ে চেষ্টা করুন-এ ট্যাপ করুন।
সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই গুগল ভেরিফিকেশন কোড রিকভারি ইমেল ঠিকানায় পাঠানো হবে।
তারপর ভেরিফিকেশন কোড দিন।
তারপরে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনি একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে

প্রথমে Google-এ যান।
এর পরে আপনার Google অ্যাকাউন্ট পরিচালনা করুন বোতামে ট্যাপ করুন।
এর পর সিকিউরিটি ট্যাবে যান।
নিচে স্ক্রোল করুন এবং পাসওয়ার্ড বাক্সে ক্লিক করুন।
তারপর Forget Password এ যান।
এর পরে আপনাকে স্ক্রিন লক করতে বলা হবে এবং আপনাকে Continue-এ ট্যাপ করতে হবে।
একটি প্রম্পট আসবে যেখানে আপনাকে আঙ্গুলের ছাপ বা অন্য কোনও লক স্ক্রিন সিস্টেম রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।