ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনীতিবিদদের দায়িত্ব: বরিশালে সুজন সংলােপে ড. বদিউল আলম

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১২, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অনুষ্ঠিত সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন, “নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গেছে। তবে নির্বাচনে কিছু শঙ্কা এখনও আছে। এটি ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও প্রার্থীরা। তারা যদি উত্তেজনা কমান, সহিংসতা না ঘটান এবং অপকৌশল পরিহার করেন, নির্বাচন সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত হবে।”

সংলাপে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুশাসন নিশ্চিত না হলে জনগণকে প্রতি নির্বাচনের সময় আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে।

সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জানান, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে শক্তিশালী, স্বচ্ছ ও স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

ড. বদিউল আলম আরও বলেন, নির্বাচনী পরিবেশকে নিরপেক্ষ রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, নির্বাচনে সততা, শান্তি ও ন্যায্যতার ওপর জোর দিলে দেশের রাজনৈতিক প্রক্রিয়া দৃঢ় হবে।

সংলাপে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতা ও প্রার্থীরা নির্বাচন ব্যবস্থার শক্তিশালীকরণ ও রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব সম্পর্কে নিজেদের মতামত দেন। তারা একমত, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।