ঝালকাঠি প্রতিনিধি ॥ শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত—এমন মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশে মেধাবীদের জন্য অনুকূল পরিবেশ ছিল না, ফলে অসংখ্য মেধাবী তরুণ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নলছিটি শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে মাসুমা হাদি বলেন, এক সময় করা জরিপে দেখা গিয়েছিল—দেশের মেধাবীরা ভবিষ্যৎ নিরাপত্তার আশায় বিদেশে চলে যেতে আগ্রহী ছিলেন।
তিনি বলেন, ওসমান হাদির সহপাঠীদের অনেকেই তখন দেশ ছেড়ে গেছেন। কিন্তু ওসমান হাদিকে তিনি দেশের জন্যই রেখে দিতে চেয়েছিলেন। সেই সিদ্ধান্তের ফলেই তাকে জীবন দিতে হয়েছে—এমন ইঙ্গিত করেন তিনি।
মাসুমা হাদি আরও বলেন, হত্যাকারীরা চায় না মেধাবীরা রাজনীতিতে আসুক, তারা চায় না দেশে যুক্তিভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির বিকাশ হোক। ওসমান হাদি সেই অন্ধকার ভাঙার স্বপ্ন দেখেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব ও সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। এছাড়াও শহীদ ওসমান হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
