ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাজার দর বেশি হলেও মানুষ না খেয়ে নেই: আমু

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ৮ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়। ১৯৭১ সনে মুক্তিযোদ্ধা চলাকালীন সময় এ দিনে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলাসহ নলছিটি উপজেলা পাকিস্তানী হানাদার মুক্ত হয়। প্রতি বছর হানাদার মুক্ত দিবস পালন করে আসছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ । এ উপলক্ষে শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এম,পি। আমু তার বক্তব্যে বলেন পাকিস্তান আমলে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি।

স্বাধীনতার মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। যা একমাত্র আওয়ামী লীগ সরকার এই ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। তিনি আরো বলেন, দেশের বাজার দর একটু বেশি হলেও কোন মানুষ না খেয়ে নেই। এ বাজার দর শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।