বিনোদন ডেস্ক: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে অভিনয় শিল্পীদের মধ্যে বিভাজন দেখা গেছে। কিছু শিল্পী আন্দোলনের পক্ষে এবং কিছু বিপক্ষে অবস্থান নিয়েছেন। এর মধ্যে, বিপক্ষ দলের পক্ষ থেকে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সম্প্রতি এই গ্রুপের বিভিন্ন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
অভিনেত্রী সোহানা সাবা, যিনি আওয়ামী লীগপন্থী শিল্পীদের মধ্যে অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত, এই গ্রুপের সদস্য ছিলেন। গ্রুপের কার্যকলাপ নিয়ে বিতর্ক সত্ত্বেও সোহানা সাবা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কবিতার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ফেসবুকের প্রোফাইল ছবিতে একটি নতুন ক্যাপশন যুক্ত করেন সোহানা সাবা। ক্যাপশনে তিনি লেখেন, “ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ। সমুদয় পাল্টানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবু বিশ্বাস করতে চাই আলো আসবেই।” এই পোস্টের সাথে তিনি ভালোবাসার একটি ইমোজিও যুক্ত করেছেন।
সোহানা সাবার এই পোস্টের প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে মিশ্র। অনেকেই তার কবিতার ভাষা নিয়ে হাস্যরস করে মন্তব্য করেছেন, তবে পোস্টের কিছুক্ষণ পরেই কমেন্ট অপশন বন্ধ করে দেয়ায় অধিকাংশ নেটিজেন মন্তব্য করার সুযোগ পাননি।
উল্লেখ্য, ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম এবং অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপটির সদস্য ছিলেন আরও অনেক প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পী। গ্রুপটি ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিল এবং গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের গায়ে গরম পানি দেয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এই গ্রুপ থেকেই।