ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আবারও ভূকম্পন, ২৪ ঘণ্টায় তিন কম্পনে নতুন সতর্কতা বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২২, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ঢাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্পে জনমনে উদ্বেগ বেড়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে সর্বশেষ অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার। ইএমএসসি জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে অতি নিকটে—মাত্র ৮ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে।

এর আগে একইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ। ধারাবাহিক এই কম্পনগুলো ঘটেছে মাত্র একদিন পর, যখন শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় সারা দেশে অন্তত ১০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভের প্লেটের চাপ বাড়ার কারণে সাম্প্রতিক সময়ের ছোট ছোট কম্পনগুলো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। তারা নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি ভবনগুলোর কাঠামোগত শক্তি পরীক্ষা এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, তিন দফা কম্পনে রাজধানীর অনেক এলাকায় লোকজন রাস্তায় নেমে আসে। অস্থায়ী আতঙ্ক সৃষ্টি হলেও বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বারবার ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও সতর্কতা বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।