ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে একদিনে মৃত্যুঝড়, বছরের তুলনায় পরিস্থিতি জটিল

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। মাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু এবং ৭৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়া পরিস্থিতির জটিলতা আবারও সামনে এনেছে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুর বিস্তার এখন বিভাগীয় পর্যায়ে সমানভাবে ছড়িয়ে পড়েছে।

বিভাগভিত্তিক রোগী ভর্তির সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটিবহির্ভূত এলাকায় ১২১ জন, ঢাকার উত্তর সিটিতে ১২৯ জন, দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে ১ হাজার ১১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৮৭ হাজার ৪৪২ জন। এই সংখ্যা ডেঙ্গু চিকিৎসায় উন্নতি এবং স্বাস্থ্যসেবার প্রস্তুতি তুলে ধরলেও মোট আক্রান্তের তুলনায় পরিস্থিতিকে এখনো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে স্বাস্থ্য বিভাগ।

চলতি বছর নভেম্বর পর্যন্ত দেশে মোট ৯০ হাজার ২৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সাল ছিল মৃত্যুর দিক থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর বছর, যেখানে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অকার্যকর মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নগরায়নের অসামঞ্জস্য ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। এ অবস্থায় দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।