ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, “বাংলাদেশ আগামী দিনে একটি জাতীয় নির্বাচনের মুখোমুখি। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।” তিনি আরও জানান, মুক্তিযোদ্ধাদের আদর্শ ধরে রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদান, দক্ষতা ও দায়িত্বপালনে বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক প্রদান করা হয়। পাশাপাশি ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানানো হয়, যা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তে রূপ নেয়।

এছাড়া ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে বিশেষ অবদানের জন্য মোট ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ দেওয়া হয়।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।