ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দল। শনিবার (২২ নভেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। শিরীনকে সক্রিয় সাংগঠনিক ভূমিকায় ফেরানোর মাধ্যমে বরিশাল অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি আরও সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
তবে একই বিজ্ঞপ্তিতে বরিশাল অঞ্চলের আরও নয়জন নেতার স্থগিতাদেশ বহাল রয়েছে বলে উল্লেখ করা হয়। গত ৮ এপ্রিল সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়—হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং মহানগরের ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. জাহিদ।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
