ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্থগিতাদেশ প্রত্যাহার, পূর্ণ দায়িত্বে ফিরলেন বিলকিস শিরীন

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে দল। শনিবার (২২ নভেম্বর) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। শিরীনকে সক্রিয় সাংগঠনিক ভূমিকায় ফেরানোর মাধ্যমে বরিশাল অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি আরও সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

তবে একই বিজ্ঞপ্তিতে বরিশাল অঞ্চলের আরও নয়জন নেতার স্থগিতাদেশ বহাল রয়েছে বলে উল্লেখ করা হয়। গত ৮ এপ্রিল সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়—হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, সহ-সভাপতি নুর হোসেন সুজন, সদস্য ইমরান খন্দকার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল হাসান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং মহানগরের ৩০ নং ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. জাহিদ।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।