ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণভোট বুঝে উঠতে পারছে না দেশের মানুষ—ফখরুল

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২২, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ গণভোট নিয়ে জনগণের বিভ্রান্তি এবং সরকারের ব্যর্থতা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন—দেশবাসী এখনও গণভোটের পদ্ধতি ও ফলাফল কীভাবে নির্ধারিত হয়, তা বুঝে উঠতে পারেনি। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবি মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পিআর সিস্টেম সম্পর্কে দেশের মানুষ জানে না। ‘হ্যাঁ’ বা ‘না’—এ দুই শব্দের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মানুষের বোধগম্য নয়। ভোটের দিন পর্যন্তও তা পরিষ্কার হবে না।”

সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “১৫-১৬ বছর ধরে দেশে একটি ভয়াবহ দানবীয় সরকার ক্ষমতায় ছিল। তারা নিজেদের লোক বসাতে গিয়ে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।” তিনি আরও বলেন, “অথচ শহীদ জিয়ার সময় বিএনপি ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।”

ধর্মীয় সমাজব্যবস্থার অবক্ষয় নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “এত মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম থাকা সত্ত্বেও দেশে এত চুরি, দুর্নীতি, মানুষ অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার করে—কেন? একটি মসজিদ নির্মাণে যে আগ্রহ দেখা যায়, একটি ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায়?”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, যিনি রাজধানীর রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম।

বক্তারা দেশের সামাজিক অবক্ষয় মোকাবিলায় ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সুশাসনের প্রয়োজনীয়তা নিয়ে মত প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।