নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ব্যাটারি চালিত রিকশার নিয়ন্ত্রণহীন চলাচলের প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে তারা বিক্ষোভ সমাবেশ করেন। পরে রিকশাসহ একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন এলাকায় ঘুরে।
সমাবেশে বক্তারা বলেন, প্যাডেল রিকশা বরিশালের ঐতিহ্য। কিন্তু ব্যাটারি রিকশার আধিপত্যে প্যাডেল রিকশা চালানো কষ্টকর হয়ে উঠেছে। দ্রুতগতির ব্যাটারি রিকশা দিন দিন বাড়ছে এবং এতে দীর্ঘ যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।
তারা বলেন, বরিশালের সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি রিকশা নিষিদ্ধ থাকলেও কেউ তা মানছে না। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করেন তারা। বহুবার অভিযোগ করার পরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।
রিকশাচালকরা জানান, ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বেড়েছে। অনেক সময় ব্যাটারি রিকশার চালকদের ট্রাফিক শৃঙ্খলা মানতে দেখা যায় না। এতে যাত্রী নিরাপত্তা এবং সড়ক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।
বিক্ষোভকারীরা নগরের সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, কাটপট্টি রোড ও গির্জা মহল্লাসহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের জোর দাবি জানান। তারা সতর্ক করে বলেন—দ্রুত ব্যবস্থা না নিলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. চান মিয়া, দুলাল, আলমগীর হোসেন, শাজাহান মিয়া ও আরও অনেকে।
