ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে গায়েবানা জানাজায় শ্রদ্ধায় স্মরণ শরীফ হাদিকে

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২০, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে গায়েবানা জানাজার মাধ্যমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত জানাজায় পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গায়েবানা জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, গণঅধিকার পরিষদের ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, শরীফ ওসমান বিন হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক কণ্ঠ। তাঁর অকাল মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য গভীর শূন্যতা তৈরি করেছে।

বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচারের সংকট আরও গভীর হবে। তাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মানুষের ঢল নামে, যা ঝালকাঠিবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে প্রতিফলিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।