ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদী হত্যার বিচার না হলে ঝালকাঠিতে রোববার থেকে নৌ–সড়ক বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে উত্তাল হয়ে উঠছে দক্ষিণাঞ্চল। তাঁর রুহের মাগফিরাত কামনায় শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, গণঅধিকার পরিষদের ঝালকাঠি-২ আসনের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। আল তৌফিক লিখন বলেন, শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলার মূল দুই আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে। সরকার যদি তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে রোববার সকাল থেকে বরিশাল–খুলনা নৌ–সড়কে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ থাকবে।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না বলেন, এই ঘটনাতেও যদি সরকার প্রধান কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে দক্ষিণাঞ্চলের মানুষ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বক্তারা ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।