ডেস্ক রিপোর্ট ॥ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা তার মধ্যেও ছিল। তিনি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আজীবন সংগ্রাম করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মিট আওয়ার লিডার’ প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহতায়ালা যেন বেগম খালেদা জিয়ার সব ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের একজন মেহমান হিসেবে কবুল করেন।” একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে—আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তরুণ সমাজকে সচেতন, দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বয়সী তরুণ ও কিশোররা অংশ নেন। আলোচনায় তরুণদের নেতৃত্ব, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা গুরুত্ব পায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি।
