কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে বিরল প্রজাতির দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। মাছ দু’টির ওজন ৫’শ কেজি।
বৃহস্পতিবার দুপুরে শেখ জামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে সুগন্ধা পরিবহন থেকে এ মাছ জব্দ করা হয়। পরে মহিপুর বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে এসব মাছ নিজামপুর কোষ্টগার্ড স্টেশনে নিয়ে মাটিচাপা হয়।
নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ন বেআইনি।
যে সকল অসাধু জেলেরা এসব মাছ ধরে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।