ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর এলাকায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মিশ্র মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এতে দেড় লাখ টাকার ক্ষতি সাধান হয়েছে বলে জানান পুকুরের মালিক আহসান হাবিব রুবেল।
আহসান হাবিব রুবেল অভিযোগ করে জানান, সোমবার রাতের কোনো এক সময় পুকুরে দূর্বৃত্তরা বিষ দিয়ে মাছ নিধন করে নিয়ে যায়। মাছের ঘের দেখার দায়িত্বে থাকা আসাদুল মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুকুরে মাছের খাবার দিতে এসে দেখতে পায় চিংড়ি সহ ভিবিন্ন প্রজাতির মাছ মরে পুকুরে ভাসছে। এর পরে মালিককে জানান।
ওই পুকুরে গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিলো তা সব নিয়ে গেছে দূর্বৃত্তরা এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে অভিযোগ পেলে সরজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।