নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ডস্থ অভিযুক্ত স্বপন হাওলাদারের বসত ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র মোঃ স্বপন হালদার (৪৫) ও বরগুনা সদর থানার ঘটবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলাম ফরাজীর পুত্র রাজু মিয়া(৩০)।
আটককৃতদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।