পাথরঘাটা প্রতিনিধি: কৈশোরকালীন স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে সেবাদানকারীদের জবাবদিহিতা তৈরী’র দাবিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৩ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবসে পাথরঘাটা বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রভাষক আহসান হাবীব লাকি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহমেদ, সাবেক কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি, সাংবাদিক অমল তালুকদার, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সংকল্প ট্রাস্টের পরিচালক মনিরুজ্জামান হিরু প্রমুখ।
কর্মশালায় দাবিগুলো হলো, স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরী ও যুববান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও তথ্য সরকারি সকল স্বাস্থ্য কেন্দ্রে, সহজলভ্য করা, একান্ত ও গোপনীয় পরিবেশে কিশোর-কিশোরী ও যুবদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে স্বাস্থসেবা প্রদান করা, সকল শ্রেণীর কিশোর-কিশোরী ও যুবদের সাথে সম্মানজনক ও নিরপেক্ষ আচরণের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা, লৈঙ্গিক পরিচয় বা তৃতীয় লিঙ্গ (হিজড়া ও অন্যান্য) নির্বিশেষে সবার জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা, কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কোথায় পাওয়া যায়, তা কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের জানানোর জন্য সরকারী পর্যায় থেকে প্রচার-প্রচারণা জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম সদস্যদের সম্পৃক্ত করন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সফল বাস্তবায়ন, সঠিক ব্যবস্থাপনা ও সমন্বয় সাধনের লক্ষ্যে জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত “কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা” কমিটি গঠন ও সক্রিয় করা, জরুরী ও উন্নত সেবার জন্য রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে সরকারী পর্যবেক্ষন ব্যবস্থা নিয়মিত এবং সক্রিয় করা।