পিরোজপুর প্রতিনিধি: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত গঠনে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিন ব্যাপী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে ওই লিফলেট বিতরন করা হয়েছে। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে শুক্রবার সকালে জেলার সদর উপজেলার কলাখালির দাউদপুর বাজার, জেলার নেছারাবাদ সহ বিভিন্ন স্থানে ওই লিফলেট বিতরর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহি, সদস্য সচীব ও সাবেক কাউন্সিলর মো. সরোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সর্দার কামরুজ্জামান চাঁন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরন শেষে ওই বাজারের এক পথসভায় বক্তব্য কালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশ আজ দেউলিয়া। লুটপাটের এ সরকার একটি অবৈধ একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত করে ক্ষমতায় থাকতে চায়। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বিগত নিবার্চনে দিনের ভোট রাতে করেছে। এবার কখন করে তা একমাত্র অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার অজ্ঞাবহ নিবার্চন কমিশন জানে। বিএনপি দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে করে যাচ্ছে। তাই বিএনপি এই তামাশার ডামি নির্বাচনে জনগণকে অংশগ্রহন না করা আহবান জানায়।
এ ছাড়া জেলার নাজিরপুর ও মঠবাড়িয়ার বিভিন্ন বাজার সহ জেলার বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে ওই লিফলেট বিতরন করা হয়।