ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

পিরোজপুর-৩: নির্বাচনী সভা শেষে ভুরিভোজের অভিযোগ, আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী সভা শেষে ভুরিভোজের অভিযোগ উঠেছে। ভুরিভোজ আয়োজনের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভুরিভোজ পন্ড করে দেয়। পরে ভোররাতে ঈগলের ক্ষুব্ধ সমর্থকরা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ অফিসে অগ্নি সংযোগ করে বলে অভিযোগ ওঠে।

শুক্রবার দিনগত রাতে ঈগলের নির্বাচনী সভা শেষে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সুর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কলার ছড়ি প্রতীক ও ঈগল প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আওয়ামীলীগ অফিসে অগ্নি সংযোগের ঘটনায় প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) শামীম শাহ নেওয়াজের সমর্থকরা প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর (ঈগল মার্কার) সমর্থক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে দায়ী করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার দিন গত রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সুর্য্যমনি বাসাবাড়ী এলাকায় ঈগলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঈগলের কর্মী সমর্থকরা মাইক বাজিয়ে ভুরি ভোজের আয়োজন করে। পরে ভুরিভোজ পন্ড করায় ভোররাতে ঈগলের কর্মী সমর্থকরা ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ও কলারছড়ি প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও আসবাবপত্র ভাংচুর করে। এতে কার্যালয়ের আংশিক পুড়ে যায়।

ভোরে স্থানীয় চায়ের দোকানী বাসুদেব ওঝা নিজের দোকানে যাবার পথে ওয়ার্ড আওয়ামীলীগ অফিস কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে টিকিকাটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকের প্রধান সমন্বয়ক রিপন মাতুব্বর অভিযোগ করেন, ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করে পথসভা শেষে মধ্যরাত অবধি মাইকে গান বাজনা প্রচারণা চালিয়ে ভুরি ভোজের আয়োজন করে। প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা পন্ড করে দেয়ায় ঈগলের কর্মী সমর্থকরা ক্ষুবদ্ধ হয়। পরে ভোররাতে ক্ষুব্ধ ঈগলের সমর্থকরা স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে

অগ্নি সংযোগ করে।

ওই ওয়ার্ডের ঈগল প্রতীকের টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সমন্বয়কারী ও ইউপি সদস্য বাবুল হাওলাদার জানান, আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ঈগল প্রতীকের কর্মী সমর্থকরা জড়িত নয়। তবে নির্বাচনী পথসভা শেষে কর্মী সমর্থকদের জন্য রান্না বান্নার আয়োজন চলছিল তা প্রশাসন এসে বাধা দিলে আমরা বন্ধ করে যে যার মত বাড়ীতে চলে যাই।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।