ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

প্রতারণা মামলার আসামি পাথরঘাটার জামাল ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি: র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে জামাল হেসেন (৪৫) নামে প্রতারণা মামলার ওয়ারেনভুক্ত আসামীকে গতকাল সোমবার ঢাকার মিরপুর থেকে আটক করা হয়েছে।

আসামি জামাল পাথরঘাটার জ্বালিয়াঘাটা গ্রামের মোসলেম আলীর ছেলে। অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধে তার বিরুদ্ধে বরিশাল,আমতলী এবং চাঁদপুরের কচুয়া থানায় সহ বিভিন্ন স্থানে ৪টি মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সে কচুয়া এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহের জন্য তথ্য জমা দিয়েছিলেন। সিআর মামলা সহ অন্যান্য ৪টি মামলার তালিকাভূক্ত ওয়ারেন্টের আসামি সে । প্রতারনা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী জামালকে গত সোমবার ঢাকার মিরপুর এলাকা থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তাকে আজ মঙ্গলবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।