ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

নিজস্ব প্রতিবেদন
জুন ৬, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পুরো শরীরে চামড়া উঠে গেছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

জানা গেছে, চলমান জো’য়ের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঢেউয়ের সাথে সৈকতে ভেসে আসে ডলফিনটি। এটির শরীরের চামড়া উঠে সাদা হয়ে গেছে। স্থানীয়দের ধারণা ৪-৫ দিন আগে ডলফিনটি মারা যেতে পারে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জালে আঁটকে ওর মৃত্যু হয়েছে। আর শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরো চার থেকে পাঁচ দিন আগে মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেন প্রতিবছর ডলফিন মারা যাচ্ছে।

পটুয়াখালী বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি লোক মারফত শুনেছি সমুদ্র সৈকতে একটি ডলফিন ভেসে এসেছে। বন কর্মীদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।