নিজস্ব প্রতিবেদক: বরিশালে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের শীর্ষ জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী। যায়যায়দিন এর পাঠক সংগঠন ফ্রেন্ডস ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে দিনটি পালন করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বেলা ১২ টায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়।
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল জুবায়ের আলম।
বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, বিআরটিএর সহকারী পরিচালক দেবাশিষ বিশ্বাস ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যায়যায়দিন এর বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান। অনুষ্ঠানে পত্রিকাটির বরিশাল ব্যুরো অফিসের রিপোর্টার এম জাহিদ ও বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেনসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।