ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বানভাসি মানুষের সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৩, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: সিলেট, সুনামগঞ্জ ও মৌলভিবাজার সহ দেশর বন্যা কবলিত ৫ জেলার জন্য ২ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

এছাড়া এর আগে ঘূর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। বানভাসী মানুষের সহযোগিতার জন্য সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার।

বুধবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্থ ৫২ জনকে ঢেউটিন ও ক্যান্সারে আক্রান্ত ৫৮ জনকে চেক প্রদান শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। এসময় তিনি আর বলেন, শুধু বাংলাদেশ নয় দুর্যোগে অন্যান্য দেশের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার।

প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আরো ২০০ জনকে চেক প্রদান, রেডক্রিসেন্ট সোসাইটির ২৫০ জনকে শুকনা খাবার ও বনবিভাগের সহায়তায় ৩ হাজারটি ফলজ চারা বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ নাসির, উপজেলা ভাইচ চেয়ারম্যান মো: ইউছুফ আলী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহিনা পারবিন সীমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, বনবিভাগ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম , প্যানেল মেয়র হুমায়ুন কবির,উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।