ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় দু’টি খাবার হোটেলে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
জুলাই ৫, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরী, হোটেলের বর্জ ও ময়লার পানি সমুদ্রে ফেলার অপরাধে বৈশাখী রেস্তোরা ও গাজী রেস্তোরা নামক দু’টি খাবার হোটেলকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ এ জরিমানা আদায় করেন।

জানাগেছে, কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া খাবার হোটেল দু’টি হোটেলের বর্জ এবং ময়লা পানি পাইপ দিয়ে সমুদ্রে ফেলে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট কৌশিক আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে থাবার তৈরী,সরবরাহ এবং হোটেলের বর্জ ও ময়ংলা পানি সমুদ্রে ফেলে পরিবেশ দুষণ করছিলো। প্রাথমিকভাবে সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।