ডেস্ক রিপোর্ট ॥ সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম নগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনের কারণে ঘুম ভাঙে বহু মানুষের। কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কম্পন স্পষ্ট অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
যদিও কম্পন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও গভীর রাতে আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ ঘর থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।
ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল মিয়ানমার। অপরদিকে, ইউএসজিএস জানায়, মিয়ানমারের ফালাম এলাকায় ভূমিকম্পের উৎপত্তি, যার গভীরতা ১০৬.৮ কিলোমিটার। গভীর উৎপত্তির কারণে ভূমিকম্পের ধাক্কা তুলনামূলকভাবে দুর্বল হলেও এর বিস্তার ছিল দীর্ঘ এলাকায়।
ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময় মিয়ানমার প্লেট অঞ্চলে ভূকম্পন কার্যক্রম বাড়ছে। এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের ঝুঁকির পূর্বাভাস হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সকলকে সচেতন থাকার পাশাপাশি ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দিয়েছে।
