ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চীনা চিকিৎসক দল এভারকেয়ারে, খালেদা জিয়ার চিকিৎসা শুরু

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদলের সদস্যরা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছেন। প্রধান চিকিৎসক ডা. কাই জিয়ানফাংয়ের নেতৃত্বে ৬ সদস্যের এ মেডিকেল টিম নিয়মিত চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে এবং তারা সরাসরি খালেদা জিয়ার সিসিইউ ব্যবস্থায় কাজ করবেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাগুলো গ্রহণ করার অবস্থায় তিনি আছেন। গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস ও চোখ সংক্রান্ত জটিলতায় ভুগছেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর সরকারের পতনের সঙ্গে তিনি মুক্তি পান এবং ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডনে ১১৭ দিন চিকিৎসা নিয়ে ৬ মে দেশে ফিরে নিয়মিত চেকআপে রাখা হয়।

সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি নেতারা বারবার প্রেস ব্রিফিংয়ে তার অবস্থার সংকটাপন্নতা তুলে ধরেছেন।

মঙ্গলবার দুপুরে ডা. জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে দেশি-বিদেশি সকল চিকিৎসকের পরামর্শ যুক্ত আছে। তিনি আরো বলেন, গুজব থেকে বিরত থাকতে এবং সংযম প্রদর্শনের জন্য জনগণকে অনুরোধ করেছেন।

এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিকতা দেখানো বন্ধু রাষ্ট্রগুলোকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।