ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাহান্নামের ভয় দেখিয়ে রাজনীতি অগ্রহণযোগ্য—সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ রাজনৈতিক মাঠে ধর্মীয় বিভ্রান্তিকর প্রচারণা নয়, বরং জনগণের ভোটাধিকারের প্রশ্নই মুখ্য—এ কথা তুলে ধরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। সোমবার ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি ভোট চায় নাগরিক অধিকারের ভিত্তিতে, ধর্মের ভয় দেখিয়ে নয়।

তিনি বলেন, কিছু গোষ্ঠী জনগণকে ইহকালের বাস্তবতা ভুলিয়ে অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়ে জান্নাতে পাঠানোর ব্যবসা করছে। অথচ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি, জীবনমান উন্নয়ন বা অর্থনৈতিক দিকনির্দেশনায় তাদের কোনো ভূমিকা নেই। বিএনপি এসব প্রতারণামূলক রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল বেহেশত–জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলাম ধর্মকে অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। রিজভী বলেন, রাজনীতি মানে মানুষের অধিকার রক্ষা, ধর্মের নামে ব্যবসা নয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দেশের অর্থনীতি, প্রশাসন ও নির্বাচনি কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।