ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১২, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার বিকেলে বলেন, “হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় সময় ২টা ৩৫ মিনিটে তাকে উদ্ধার করা হয়।

হাদির ওপর হামলা নির্বাচনী পরিবেশে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। বিএনপি বলেছে, এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রার্থীর নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ রক্ষা করা হবে এবং দেশের জনগণকে সন্ত্রাসবিরোধী আন্দোলনের সাথে যুক্ত করা হবে।

বিএনপি কর্মীরা ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন অংশে মিছিলের প্রস্তুতি শুরু করেছেন। তারা আশা করছেন, শাস্তি কার্যকর হলে ভবিষ্যতে এমন সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।