ডেস্ক রিপোর্ট ॥ নয়াদিল্লি, শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থিদের হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক মিশনগুলো আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের আওতায় সুরক্ষিত। এসব স্থাপনায় পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার চেতনাকেও ক্ষতিগ্রস্ত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।
এদিকে, কলকাতায় ডেপুটি হাইকমিশন ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত কূটনৈতিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
