ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল রবিবার। এ সংক্রান্ত নথি নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ইসি সচিবালয়।
শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে তাদের ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়।
তিনি বলেন, ভোটার নিবন্ধনের অংশ হিসেবে ফরম পূরণ, ছবি তোলা, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, আঙুলের ছাপ ও স্বাক্ষর গ্রহণসহ প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার।
সিনিয়র সচিব জানান, নিবন্ধনের তথ্য সিস্টেমে আপলোড করার পর ফিঙ্গারপ্রিন্ট, স্বাক্ষর ও ফেস আইডি যাচাইসহ প্রযুক্তিগত কিছু ধাপ সম্পন্ন করতে সময় লাগে। এসব যাচাই-বাছাই শেষ হলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর চূড়ান্তভাবে দেওয়া হবে।
রবিবার কমিশনে নথি উপস্থাপন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, বিষয়টি পূর্ণ কমিশনের অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট। কমিশন চাইলে আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথিভিত্তিক প্রক্রিয়ায় অনুমোদন দিতে পারে। কোন পদ্ধতিতে সিদ্ধান্ত হবে, তা কমিশনের নিজস্ব এখতিয়ার।
