ঝালকাঠি প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। ফলে বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন সড়কের দুই পাশে প্রায় তিন ঘণ্টা আটকে থাকে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ সমাবেশে আহত জুলাই যোদ্ধা মিন্টু হাওলাদার বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ ঘটনার এতদিন পরও হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা।
শিক্ষার্থী সাথি আক্তার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দাবি করছে খুনিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এটি আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিরই প্রমাণ। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় না আনলে জনগণের আস্থা আরও কমে যাবে।
বক্তারা বলেন, হাদি হত্যার বিচার শুধু একটি পরিবারের দাবি নয়, এটি ন্যায়বিচার ও রাষ্ট্রের দায়বদ্ধতার প্রশ্ন। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে তারা জানান।
