ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনে বিজিবিকে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে আরও সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক বা অবৈধ পণ্য যেন দেশে প্রবেশ বা দেশ থেকে পাচার হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব কর্মকর্তা বা সদস্য চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন দেশ ছাড়তে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা কৌশল ও দক্ষতার সঙ্গে মোকাবিলার নির্দেশ দেন তিনি।

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘চেইন অব কমান্ড’-এর প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে শৃঙ্খলা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। পাশাপাশি অধীনস্থ সদস্যদের কল্যাণ ও সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।