ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিতরণে ডিজিটাল পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো এই কার্ডের জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।
ইসি নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে সাংবাদিক ও পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকারের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের কিউআর কোডযুক্ত পিডিএফ কার্ড দেওয়া হবে।
নতুন পদ্ধতিতে প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে। ওটিপি যাচাই শেষে নিবন্ধন সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশন শেষে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে গণমাধ্যমের নাম, ঠিকানা, ইমেইল, ফোন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও নিবন্ধনের প্রমাণপত্র।
এছাড়া সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের অনুমোদিত সাংবাদিক তালিকা আপলোড করতে হবে এবং তালিকায় নিজের নামের ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে।
যারা গাড়ির স্টিকার নিতে চান, তাদের গাড়ির কাগজপত্র সংক্রান্ত তথ্য দিতে হবে।
সবশেষে অফিস আইডি কার্ড, ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্রের কপি, আইডি ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় সব কাগজপত্র আপলোড করতে হবে।
ইসি জানিয়েছে, সব তথ্য সঠিকভাবে প্রদান করা হলে যাচাই শেষে অনলাইনে পিডিএফ ফরম্যাটে কিউআর কোডযুক্ত কার্ড দেওয়া হবে। এই কার্ড প্রিন্ট করে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন।
ইসি কর্মকর্তারা আশা করছেন, এই অনলাইন ব্যবস্থা চালুর ফলে ভুয়া পরিচয়ে কার্ড নেওয়ার সুযোগ কমবে এবং নির্বাচনকালীন সাংবাদিকতা ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।
