ডেস্ক রিপোর্ট ॥ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ বলেছেন, নির্বাচনের বিষয়ে জনমনে যে সন্দেহ দেখা দিয়েছে, তা অমূলক নয়। সরকারের সদিচ্ছার অভাবই জনগণের উদ্বেগের মূল কারণ।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, “নির্বাচন নিয়ে জনগণের উদ্বেগ হাওয়ায় তৈরি হয়নি। সরকারের পদক্ষেপে সদিচ্ছার অভাব প্রকট।”
২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে অলি আহমেদ বলেন, পুলিশের কাছ থেকে অস্ত্র লুট হওয়া ও কিছু পুলিশ সদস্যের অস্ত্র সরানোর কারণে জনসাধারণের হাতে এসব অস্ত্র চলে গেছে। নির্বাচনের আগে এসব অস্ত্র প্রদর্শন করা হলেও সরকার নীরব এবং এগুলো উদ্ধারে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
তিনি বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের মানবিক বিবেচনায় পুনর্বহালের দাবি জানান। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “অর্থনীতি ভালো নেই। বিদেশি বিনিয়োগ নেই। পরিস্থিতি চলতে থাকলে মানুষ আবার রাজপথে নামবে।”
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অলি আহমেদ বলেন, “দেশের পুলিশ এখনও সরকারপক্ষীয়। প্রয়োজনে ভারতীয় দূতাবাসও বন্ধ করা হতে পারে।”
তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশ যদি সঠিকভাবে প্রশাসিত না হয়, তাহলে জনগণ নিজের অধিকার আদায়ের জন্য সক্রিয় হতে বাধ্য হবে।
