ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জনগণ রাজপথে নামতে বাধ্য হতে পারে শিগগির: অলি আহমেদ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ বলেছেন, নির্বাচনের বিষয়ে জনমনে যে সন্দেহ দেখা দিয়েছে, তা অমূলক নয়। সরকারের সদিচ্ছার অভাবই জনগণের উদ্বেগের মূল কারণ।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, “নির্বাচন নিয়ে জনগণের উদ্বেগ হাওয়ায় তৈরি হয়নি। সরকারের পদক্ষেপে সদিচ্ছার অভাব প্রকট।”

২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে অলি আহমেদ বলেন, পুলিশের কাছ থেকে অস্ত্র লুট হওয়া ও কিছু পুলিশ সদস্যের অস্ত্র সরানোর কারণে জনসাধারণের হাতে এসব অস্ত্র চলে গেছে। নির্বাচনের আগে এসব অস্ত্র প্রদর্শন করা হলেও সরকার নীরব এবং এগুলো উদ্ধারে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

তিনি বিভিন্ন ব্যাংক থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মীদের মানবিক বিবেচনায় পুনর্বহালের দাবি জানান। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “অর্থনীতি ভালো নেই। বিদেশি বিনিয়োগ নেই। পরিস্থিতি চলতে থাকলে মানুষ আবার রাজপথে নামবে।”

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অলি আহমেদ বলেন, “দেশের পুলিশ এখনও সরকারপক্ষীয়। প্রয়োজনে ভারতীয় দূতাবাসও বন্ধ করা হতে পারে।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশ যদি সঠিকভাবে প্রশাসিত না হয়, তাহলে জনগণ নিজের অধিকার আদায়ের জন্য সক্রিয় হতে বাধ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।