ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসায় স্থিতিশীল খালেদা জিয়া, সার্বক্ষণিক তত্ত্বাবধানে তারেক রহমান: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের পক্ষ থেকে নতুন আপডেট দিয়েছে চিকিৎসকরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ায় সার্বক্ষণিক নজর রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করছেন।

সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ডা. জাহিদের ভাষায়, “দেশের কোটি মানুষের দোয়া এবং আন্তর্জাতিক মহলের সমর্থন আমাদের জন্য আশার আলো।”

একই সঙ্গে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদারের বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত রাত থেকে মূল প্রবেশদ্বারে ব্যারিকেড বসানো হয়েছে। অনুমোদিত ব্যক্তিদের ছাড়া কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না। পুলিশের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের স্বজনদের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সে জন্য পুরো এলাকা নজরদারিতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।