ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম ব্যবহার করে রাজনৈতিক সহিংসতা উস্কে দিচ্ছে জামায়াত: এনসিপি

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (৮ ডিসেম্বর) দাবি করেছে, জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতা উস্কে দিচ্ছে। এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর আখতার হোসেনকে উদ্দেশ্য করে দেওয়া জামায়াতের বক্তব্যকে ‘মনগড়া ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপি বিষয়টি প্রত্যাখ্যান করছে এবং কঠোর প্রতিবাদ জানিয়েছে। পার্টি মনে করে, জামায়াতের এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের বাইরে এবং জনমত বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা। এনসিপি আরও অভিযোগ করেছে, তারা পুরোনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে ‘নতুন খেলোয়াড়’ হিসেবে পুনরায় আবির্ভূত হচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।

এনসিপি জানিয়েছেন, ৬ ডিসেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আখতার হোসেন যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ প্রমাণনির্ভর। ২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি সংঘর্ষে গুলি চালানো ব্যক্তি জামায়াতের কর্মী। জেলা গোয়েন্দা পুলিশ তার অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে।

এনসিপি বলেছে, সহিংসতা, ধর্মের অপব্যবহার এবং অস্ত্রনির্ভর রাজনীতি গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি। তারা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে। একই সঙ্গে জামায়াতকেও সুস্পষ্টভাবে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।