ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ ৪ দলের প্রতীক বাতিল

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না নৌকা সহ চারটি দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো স্থগিত বা নিষিদ্ধ দলের প্রতীক অন্তর্ভুক্ত করা হবে না।

নির্বাচন কমিশনার আরও জানান, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বুধবার (১০ ডিসেম্বর) সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও অন্যান্য অংশগ্রহণকারীর সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।

এবার নির্বাচনে প্রতীকের তালিকায় রাখা হয়েছে ১১৯টি প্রতীক, তবে পোস্টাল ব্যালটে থাকবে ১১৫টি। নিষিদ্ধ বা স্থগিত প্রতীকের মধ্যে রয়েছে: নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা, নিবন্ধন বাতিল ফ্রিডম পার্টি (কুড়াল), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) এবং পিডিপি (বাঘ)।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি, এবং দাবি-আপত্তি নিষ্পত্তির পরে আরও দুটি দল তালিকায় যুক্ত হবে। ২০০৮ সাল থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে।

নির্বাচন কমিশনের এ পদক্ষেপ ভোটারদের জন্য স্বচ্ছতা এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।