ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে পদ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বুধবারই তারা লিখিতভাবে পদত্যাগ করবেন। সংশ্লিষ্টরা জানান, তারা ইতোমধ্যে বিষয়টি সরকারের শীর্ষপর্যায়কে অবহিত করেছেন।
গতকাল মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের নিয়মিত বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিক আলোচনায় আসে। সরকার মনে করছে, তফসিল ঘোষণার পর নির্বাচনে কোনোভাবে সম্পৃক্ত ছাত্রনেতাদের উপদেষ্টা হিসেবে থাকা অনুপযুক্ত হতে পারে। এমন অবস্থায় পদত্যাগই উপযুক্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয়েছে।
অন্যদিকে আজ বুধবার বিকাল তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, তিনি সমসাময়িক বিষয়ে বক্তব্য দেবেন। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ওই সংবাদ সম্মেলনে।
নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর এই দুই ছাত্রনেতা সরকারের দায়িত্বে আসেন। যদিও তারা দলটিতে কোনো পদে নেই, তাদের প্রভাব রয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। এখন প্রশ্ন উঠেছে—তারা কি এনসিপি থেকে মনোনয়ন নেবেন?
রাজনৈতিক নেতাদের মতে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে আবেদনও করেছেন। তবে বিএনপি ইতোমধ্যে ওই আসনে প্রার্থী ঘোষণা করায় সমঝোতার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির নতুন সমর্থন পাওয়ায় মাহফুজ আলমের সম্ভাবনাও ক্ষীণ।
এনসিপি এবং নতুন ঘোষিত জোট বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করছে। তাই দুই উপদেষ্টার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে—তারা সামনে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত।
