ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর পরপরই তিনি সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।
বিএনপি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে তারেক রহমান দেশব্যাপী গণসংযোগে বের হবেন। সারা দেশে জনগণের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনি আগের মতো দেশ ঘুরে রাজনীতি করতে পারছেন না। এই শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনে ধানের শীষের প্রতি জনগণের সমর্থন আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনমুখী দেশে একজন বড় রাজনৈতিক নেতার আগমন স্বাভাবিকভাবেই নতুন মাত্রা যোগ করবে। জনগণের নেতা হিসেবে তারেক রহমান জনগণের কাছেই যাবেন—এটাই বিএনপির রাজনীতির ঐতিহ্য।
বিএনপি তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে। দলীয় নেতারা জানান, বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান-বনানী পর্যন্ত বিস্তৃত এলাকায় বিপুল জনসমাগম ঘটতে পারে।
সম্প্রতি দলের এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে।” তার এই বক্তব্যেই স্পষ্ট, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি দেশের রাজনৈতিক চেহারা বদলাতে প্রস্তুত।
