ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হওয়া আইটি-ভিত্তিক পোস্টাল ব্যালট ব্যবস্থায় ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার এই ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে পুরুষ ভোটার সংখ্যাগরিষ্ঠ। তবে নারী ভোটারদের অংশগ্রহণও ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের লক্ষ্য, নিবন্ধনের শেষ সময়ের মধ্যে আরও বিপুলসংখ্যক প্রবাসী ভোটারকে এই ব্যবস্থার আওতায় আনা।
ইসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, তাইওয়ান, চীন, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, মিশরসহ অন্তত ৪০টির বেশি দেশে বর্তমানে পোস্টাল ভোট নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।
এই পদ্ধতিতে নিবন্ধনকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে তা পুনরায় রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। পুরো প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর ও পর্যবেক্ষণযোগ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের দাবি ছিল। পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনাই তাদের চূড়ান্ত লক্ষ্য।
