ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মাঠে নামছে ‘ভোটের গাড়ি’

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে এবং গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার করতে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে ‘ভোটের গাড়ি’ শীর্ষক বিশেষ প্রচারণা শুরু হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।

এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো—ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া এবং আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরা।

‘ভোটের গাড়ি’ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনসমাগমস্থলে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। এতে অডিও-ভিজ্যুয়াল বার্তা, তথ্যচিত্র ও প্রচারণামূলক উপকরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ ভোটারদের মধ্যে আস্থা ও আগ্রহ বাড়াতে সহায়ক হবে এবং নির্বাচনে অংশগ্রহণের হার বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।