ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের অভিযান ব্যর্থ! কাঁঠালিয়ায় আবারও ইটভাটার ধোঁয়া

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২২, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া পাঁচটি লাইসেন্সবিহীন ইটভাটা ফের চালু হওয়ায় পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান ছিল লোকদেখানো, যার কোনো স্থায়ী ফল পাওয়া যায়নি।

এসবি–১, এসবি–২, জিজিবি, এমসিবি ও এমএমবি নামের পাঁচটি ইটভাটায় সম্প্রতি অভিযান চালিয়ে চুল্লি ও অবকাঠামো ভেঙে দেওয়া হয়। কিন্তু কয়েক দিনের মধ্যেই ভাটাগুলোতে আবার কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো শুরু হয়।

বিশেষ উদ্বেগের বিষয় হলো—একাধিক ইটভাটা বিদ্যালয়ের একেবারে সন্নিকটে অবস্থিত। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে কালো ধোঁয়ার বিষক্রিয়ায় ভুগছেন। শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর জেলা সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার বলেন, পুরো ঝালকাঠি জেলায় প্রায় শতাধিক বৈধ ও অবৈধ ইটভাটা রয়েছে। এসব ভাটায় প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগে কাঠ পোড়ানো হচ্ছে, যা বন উজাড় ও পরিবেশ ধ্বংসের অন্যতম কারণ।

তিনি আরও বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা, যাদের স্বাস্থ্য ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, কোনো অবৈধ ইটভাটা বরদাশত করা হবে না। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে সচেতন মহলের প্রশ্ন—ঘোষণার বাস্তব প্রয়োগ ও নিয়মিত নজরদারি ছাড়া কি সত্যিই অবৈধ ইটভাটা বন্ধ করা সম্ভব?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।