ডেস্ক রিপোর্ট ॥ ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমরা কনফিডেন্ট। ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। ভোটের দিন যত কাছে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই ভালো হবে।”
বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসব সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, “একদম ভোট উৎসব হবে। এখানে সাংবাদিকদের উপস্থিতিও সেই উৎসবের অংশ। ভেতরে যারা কাজ করছে, তারা সবাই উৎসাহ নিয়ে কাজ করছে।”
নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে আসবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, জনগণ আগেও আস্থায় ছিল, এখনও আছে। সময় আসলে সবাই তা বুঝবে। বড় রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।
তিনি জানান, রোববার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে একসঙ্গে জাতির উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে যে সবাই একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই কাজ করছে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে সিইসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। একইসঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও কয়েদিদের ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে। ৫৪ বছরে এই প্রথম প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের জন্য একটি মডেল হতে পারে। যদিও প্রথমবার হওয়ায় কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে নির্বাচন কমিশন এতে সন্তুষ্ট এবং ভবিষ্যতে এই ব্যবস্থার পরিসর আরও বাড়ানো হবে।
