ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোটের গাড়ি উদ্বোধন, গণভোটে হ্যাঁ ভোট চাইলেন ইউনূস

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২২, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন করতে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্রের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি সাংবিধানিক অধিকার।”

তিনি আরও বলেন, এবারের ভোট ও গণভোট শুধু একটি নির্বাচন নয়—এটি দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ। “নিস্ক্রিয়তা গণতন্ত্রকে দুর্বল করে, আর অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে,”—এমন মন্তব্য করেন তিনি।

সরকারের পক্ষ থেকে একটি অবাধ ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করে প্রফেসর ইউনূস বলেন, জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আগামী বহুদিনের জন্য দেশ কোন পথে চলবে, তা নির্ধারিত হবে।

জানা গেছে, ভোটারদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে ‘ভোটের গাড়ি’ দেশের ৬৪ জেলা এবং তিন শতাধিক উপজেলায় ঘুরে প্রচারণা চালাবে।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোটকে সামনে রেখে জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।