ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা: প্রস্তুতি তুঙ্গে, নেতা-কর্মীরা অধীর

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে দীর্ঘ ১৮ বছর পর ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় তিনি স্ত্রী ও কন্যাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি স্বাগত জানানো হবে। পরে তিনি মা খালেদা জিয়ার সঙ্গে সময় কাটাবেন এবং গুলশানের বাসভবনে পৌঁছাবেন।

সংবর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করার জন্য বিএনপি সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত রাস্তার দুই পাশে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। ৪৮ ফুট বাই ৩৬ ফুটের মঞ্চের কাঠামো প্রস্তুত, ডেকোরেশন ও তাবু স্থাপন প্রায় শেষ পর্যায়ে। পুলিশের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স মঞ্চের নিরাপত্তা তদারকি করছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। সংবর্ধনা মঞ্চের সামনে উপস্থিত নেতা-কর্মীরা ফেসবুক লাইভ করছেন এবং স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে কেউ বলেছেন, “এত বছরের অপেক্ষার পর প্রিয় নেতাকে একনজরে দেখার অধীরতা আমাদের।”

তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা হয়েছে বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজার প্রাডো এবং বাস। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। দলের বিশ্বস্ত নেতা-কর্মীরাও নিরাপত্তা নিশ্চিত করবেন।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সরকারের আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করবে। খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-তে তার জন্য তিনটি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

রেলওয়ে ১০টি রুটে বিশেষ ট্রেন চালাবে এবং অতিরিক্ত কোচ সংযোজন করবে। নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী পরিচালনা করা হবে।

বিএনপি নেতারা জানিয়েছেন, দেশবাসী ও নেতা-কর্মীরা তার আগমনে উল্লসিত। ২০ লাখের বেশি মানুষের সমাগমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এটি এক স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।