ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা, অ্যাডভেঞ্চার-৯ জব্দ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ চাঁদপুরের মেঘনা নদীতে সংঘটিত যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় জড়িত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনাল থেকে জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার পর শুক্রবার সকালে লঞ্চটি আটক করা হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হরিনা এলাকায় সংঘর্ষের পর লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার সকালে ঝালকাঠিতে পৌঁছালে সদর থানা পুলিশ লঞ্চটি জব্দ করে এবং চারজন কর্মীকে পুলিশ হেফাজতে নেয়।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লঞ্চটির গতিবিধি নজরদারিতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে যান। পরে চারজন কেবিন বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি জনসভা শেষে ঢাকায় থেকে ঝালকাঠি ফেরার পথে দলের কিছু নেতাকর্মী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অবস্থান করছিলেন। সংঘর্ষে লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা গণমাধ্যমের তথ্যমতে অন্তত আটজন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত নিহতদের নাম, পরিচয় ও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। নৌ-পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।