ঝালকাঠি প্রতিনিধি ॥ চাঁদপুরের মেঘনা নদীতে সংঘটিত যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় জড়িত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনাল থেকে জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার পর শুক্রবার সকালে লঞ্চটি আটক করা হয়।
ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুরের হরিনা এলাকায় সংঘর্ষের পর লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার সকালে ঝালকাঠিতে পৌঁছালে সদর থানা পুলিশ লঞ্চটি জব্দ করে এবং চারজন কর্মীকে পুলিশ হেফাজতে নেয়।
বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লঞ্চটির গতিবিধি নজরদারিতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে যান। পরে চারজন কেবিন বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একটি জনসভা শেষে ঢাকায় থেকে ঝালকাঠি ফেরার পথে দলের কিছু নেতাকর্মী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অবস্থান করছিলেন। সংঘর্ষে লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় নিহতের সংখ্যা গণমাধ্যমের তথ্যমতে অন্তত আটজন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত নিহতদের নাম, পরিচয় ও সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। নৌ-পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।
