ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে ১৬ মিনিটের বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বক্তব্যকে সময়োপযোগী ও দূরদর্শী বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ লেখেন, তারেক রহমান একজন একবিংশ শতাব্দীর নেতা, যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা ও জাতির প্রতি গভীর দায়বদ্ধতা প্রকাশ করেছেন।
তারেক রহমানের বক্তব্যের অংশ বিশেষ তুলে ধরে তিনি লেখেন, “আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য।” পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, “তিনি এলেন, দেখলেন, জয় করলেন।”
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যান, যেখানে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, আপনারা মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ এ ড্রিম’ শুনেছেন। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই—‘আই হ্যাভ এ প্ল্যান, ফর দি পিপল অব মাই কান্ট্রি’। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এই পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই পাশে থাকলেই একটি নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব।
উল্লেখ্য, ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই নির্বাসিত জীবন কাটান।
